কথা রাখলেন যোগী আদিত্যনাথ, দিশা পাটানির বাড়ি হামলাকারী ২ জন নিহত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

কথা রাখলেন যোগী আদিত্যনাথ, দিশার বাড়ি হামলাকারী ২ জন নিহত
বলিউডে দীর্ঘদিন ধরেই আন্ডারওয়ার্ল্ডের কালো ছায়া। সালমান খান থেকে কপিল শর্মা— অনেক তারকাই গ্যাংস্টারদের হুমকির মুখে পড়েছেন। এবার সেই আতঙ্ক ছড়ালো দিশা পাটানি পরিবারে।
দিশার বাড়িতে হামলা
গত সপ্তাহে বরেলীতে দিশা পাটানির বাড়ির সামনে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত আচমকা গুলি চালায়। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন পাটানি পরিবার। পরে দায় স্বীকার করে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা।
ঘটনার পরেই দিশার বাবার সঙ্গে ফোনে কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আশ্বাস দেন—
“অপরাধীরা পাতালে লুকোলেও, মাটি খুঁড়ে বের করে এনে শাস্তি দেওয়া হবে।”
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
যোগীর আশ্বাসের মাত্র দুই দিন পরই প্রতিশ্রুতি বাস্তবায়ন। বুধবার গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ-এর (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় দুই হামলাকারী—
-
রবিন্দ ওরফে কুলু
-
অরুণ
উভয়েই গোল্ডি ব্রার ও রোহিত গোদারার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশের দাবি
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিহত দুজনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত এখনো চলছে।