করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন কাজল কন্যা নাইসা, মা বললেন ‘সিদ্ধান্ত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন কাজল কন্যা নাইসা, মা বললেন ‘সিদ্ধান্ত ওর’
বলিউডের বহু তারকাসন্তানদের চলচ্চিত্র জগতে এনেছেন করণ জোহর। আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে থেকে শুরু করে জাহ্নবী কাপুর— লম্বা সেই তালিকায় এবার কাজল ও অজয় দেবগন কন্যা নাইসা দেবগনকেও আনতে চেয়েছিলেন তিনি।
করণের প্রস্তাব ফিরিয়ে দিলেন নাইসা
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, নাইসার জন্য করণ জোহর সরাসরি ফোন করেছিলেন তাকে। কিন্তু নাইসা জানিয়েছেন, তার এখনই অভিনয়ে আসার কোনো পরিকল্পনা নেই।
কাজল বলেন—
“ও যা করতে চাইবে, আমাদের জানাবে। আমরা পুরোপুরি ওর পাশে আছি।”
মায়ের দৃষ্টিভঙ্গি
অভিনেত্রী কাজল জানান, মা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও তিনি তার দুই সন্তান নাইসা ও যুগকে সম্মান করেন। তাদের রসবোধ, ব্যক্তিত্ব ও সিদ্ধান্তকে মূল্য দেন। সন্তানের জীবনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেবেন বলেও জানান তিনি।
পড়াশোনাতেই মনোযোগী নাইসা
চলচ্চিত্রে আসা নিয়ে গুঞ্জন থাকলেও বর্তমানে নাইসা পড়াশোনাতেই মনোযোগী। সম্প্রতি তিনি সুইজারল্যান্ডের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
সেই বিশেষ মুহূর্তে পুরো দেবগন পরিবার উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে কাজল লিখেছিলেন—
“এটি তার জীবনের গর্বের মুহূর্ত।”