বিসিবি নির্বাচনে জিতলে সব ধরনের ক্রিকেট ছাড়বেন তামিম ইকবাল
রাফিউল ইসলাম তালুকদার
প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব।”
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।
তফসিল অনুযায়ী-
২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ
২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ
২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন
২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ
২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফল ঘোষণা
৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা
২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি। এর মধ্যে ১০ জন বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি, ১২ জন ক্লাব প্রতিনিধি, ১ জন সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠান প্রতিনিধি এবং ২ জন জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি থাকবেন।
তবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। তামিম ইকবালের অংশগ্রহণে এবারের বিসিবি নির্বাচন ঘিরে ক্রিকেট মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
