সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

ঈদে ‘ট্র্যাপড’ নিয়ে আসছেন নির্মাতা সৈকত নাসির

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ যেন দিন দিন বেড়েই চলছে। তাই তো নাটক-টেলিফিল্মের পাশাপাশি পরিচালকেরা এখন ওয়েব সিরিজও নিয়মিত নির্মাণ করছেন। তারই ধারাবাহিকতায় এবার ঈদকে সামনে রেখে দর্শকদের ভিন্নস্বাদ দেয়ার জন্য নতুন ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’ আসছে।

ইনোভেট সলিউশনের প্রযোজনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে থ্রিলার রোম্যান্টিক ঘরানার এ ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে 'সিনেস্পট' অ্যাপে। মঙ্গলবার প্রকাশ পেয়েছে 'ট্রাপ'-এর টিজার। এটির কাহিনি, চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ কে আজাদ, আইরিন, আমান রেজা, ও রিও। সৈকত নাসির বলেন, '১২ পর্বে মুক্তি দেয়া হবে ট্র্যাপ। ঈদের আগের রাত থেকে সিনেস্পটে ট্রাপ মুক্তি পাবে। প্রতিপর্বের ব্যাপ্তি ১৫ মিনিট।'

সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটি দুজন ছেলেমেয়ের পরিচয় ও বিয়ে হয়। বিয়ের পরদিন তারা ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে যান। সেখানে গিয়ে মেয়েটার নানা নাটকীয়তার মাধ্যমে একের পর এক ট্রাপে পড়তে থাকে। যাকে বিয়ে করেন সেই ছেলেটিই সব কলকাঠি নাড়তে থাকেন। তার মধ্যেই এগিয়ে আসেন এজে আজাদ ও আমান রেজা।

ট্রাপে পড়া মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন। এছাড়াও তিনি পার্টনার ও ধোঁকা নামে দুটি ওয়েব সিরিজ করেন। প্রথমে আসছে ট্রাপ। আইরিন বলেন, গেল ফেব্রুয়ারিতে বালিতে শুটিং করেছি। পুরো গল্পটাই টানটান থ্রিলারে ভরা। পুরোপুরি ফিল্মি ওয়েব সিরিজ। তিনি বলেন, দেশ এবং নারী কখনও পণ্য হতে পারে না সেটা ফুটিয়ে তোলা হয়েছে ওয়েব সিরিজটিতে।