বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

তফসিলের আগেই চমক: তরুণদের হাতেই বিএনপির মনোনয়ন!

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের। রাজনীতির মাঠ এখন একেবারেই নতুন সমীকরণে দাঁড়িয়ে। ১৮ বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি এবার এমন কৌশল নিয়ে এগোচ্ছে, যা অনেকেই কল্পনাও করেননি–তফসিল ঘোষণার আগেই একক প্রার্থী ঘোষণা!

 

দলীয় শীর্ষ মহল বলছে, এবার আর দ্বন্দ্ব, গ্রুপিং বা মনোনয়ন বাণিজ্যের জায়গা নেই। মাঠপর্যায়ের জরিপে জনপ্রিয়, সৎ ও গ্রহণযোগ্য যারা—তারাই অগ্রাধিকার পাবেন। সবচেয়ে বড় চমক, সিনিয়রদের ছাপিয়ে তরুণদের এগিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

 

স্থায়ী কমিটির এক সদস্য দৈনিক তরুণ কণ্ঠকে বলেন, “এবার ভোটের মাঠে শুধু চেনা মুখ নয়, জনগণ এমন কিছু প্রার্থী দেখবে, যাদের নাম শুনেই তারা উচ্ছ্বসিত হয়ে উঠবে।”

 

এরইমধ্যে জানা গেছে, অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া চলছে। বাকিগুলো রাখা হচ্ছে জোট ও সমঝোতার জন্য। মিত্র দলগুলোর আসন ভাগাভাগি নিয়েও আলোচনা চলছে হাইকমান্ডে।

 

অন্যদিকে জামায়াতে ইসলামী ইতিমধ্যেই ২৯৬ আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদও প্রার্থী ঘোষণা করেছে। প্রতিদ্বন্দ্বিতা তাই আগের যেকোনো সময়ের চেয়ে জমজমাট হতে যাচ্ছে।

 

বিএনপির কৌশল এবার একেবারেই স্পষ্ট–ডোর-টু-ডোর প্রচারণা, জনগণের আস্থা পুনরুদ্ধার, আর রাষ্ট্র মেরামতের রূপরেখা সামনে তুলে ধরা। “অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন এক বিএনপি’কেই দেখবে মানুষ” – এমন আস্থাই দিচ্ছেন নীতিনির্ধারকরা।

 

সবশেষে বলা যায়, এবারের মনোনয়নে বিএনপি এমন কিছু সিদ্ধান্ত আনছে, যা অনেকের চিন্তার বাইরেই থাকবে। নতুন মুখ, তরুণ নেতৃত্ব আর একক প্রার্থীর তালিকা–সব মিলিয়ে নির্বাচনী মাঠে যে চমক অপেক্ষা করছে, তা প্রকাশ পাওয়ার আগেই দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।