জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা জামায়াতে ইসলামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি এক টক শোতে তিনি বলেন, জামায়াত যাকে শত্রু হিসেবে চিহ্নিত করে, তাকে আক্রমণ করে নিশ্চিহ্ন করার চেষ্টা করে— যা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল করে না।
রুমিন ফারহানা বলেন, “জামায়াত ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি। তাদের নেতা-কর্মীরা ডাই হার্ট, পার্টির জন্য তারা বাঁচতেও পারে, মরতেও পারে। পার্টির কমান্ড তারা বিনা প্রশ্নে মানে, অনেকটা সেনাবাহিনীর মতো।”
তিনি উল্লেখ করেন, জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা এবং নেতার প্রতি অন্ধ আনুগত্য তাদের রাজনীতিতে ভিন্ন অবস্থানে দাঁড় করিয়েছে। জামায়াতের আমিরও প্রকাশ্যে বলেছেন, তাদের কাঠামো সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল।
ডিজিটাল মাঠে প্রভাবশালী জামায়াত
বর্তমান রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরে রুমিন বলেন, “রাজনীতির দুটি মাঠ— প্রচলিত মাঠ আর ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে জামায়াত প্রতিপক্ষকে ভাষাগতভাবে এমনভাবে আক্রমণ করে, যা অন্য কোনো দল করে না। তাদের অসংখ্য বট আইডি রয়েছে। এগুলো দিয়ে তারা যে কাউকে টার্গেট করে কুৎসিত মন্তব্য করতে পারে।”
রাজনৈতিক শিষ্টাচারের অভাব
জামায়াতের রাজনৈতিক আচরণ নিয়ে তিনি বলেন, “রাজনৈতিক শিষ্টাচার এখন তাদের ক্ষেত্রে সুদূরপরাহত। আমি সংসদে দাঁড়িয়ে বলেছি, জামায়াতের অবস্থা হয়েছে—একটা তকমা দাও আর পিটিয়ে মেরে ফেলো। এটা তো সভ্য দেশে হতে পারে না। অথচ এটা ঘটেছে।”
রুমিন অভিযোগ করেন, অতীতে তিনি জামায়াতের দুর্দিনে তাদের হয়ে কথা বললেও, এখন তার যেকোনো বক্তব্যকে হুমকি মনে করে তারা আক্রমণ করে। “যদি তারা মনে করে কেউ তাদের জন্য হুমকি, তাকে এলিমিনেট করতে দুইবার চিন্তা করবে না,” যোগ করেন তিনি।
???? এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।