রাকসুর ব্যালটে শিক্ষার্থীরা প্রমাণ দেবে রাবিতে ছাত্রদলই শক্তিশালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ডাকসু-জাকসুর পর এবার নজর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ৯টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে কেবল ছাত্রদল ও ছাত্রশিবির। শিক্ষার্থীরা মনে করছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই সংগঠনের মধ্যেই।
ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাকসুর ব্যালটে শিক্ষার্থীরা প্রমাণ করবেন—রাবিতে ছাত্রদলই শক্তিশালী।
রাকসু নিয়ে ছাত্রদলের প্রত্যাশা
আবীর জানান, ঢাকা ও জাহাঙ্গীরনগরের ফল রাবিতে প্রভাব ফেলবে না। শিক্ষার্থীরা অভাবনীয় সাড়া দিচ্ছেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবি ছাত্রদল তুলেছিল, প্রশাসন তা মেনে নিয়েছে। এজন্য শিক্ষার্থীরা তাদের প্রতি আস্থা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শিবির বনাম ছাত্রদল
শিবিরের শক্তি প্রসঙ্গে তিনি বলেন, পেশিশক্তির রাজনীতি শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে। রাবিতে কেউ এককভাবে শক্তিশালী নয়, শিক্ষার্থীরা যাদের পাশে থাকবে তারাই হবে প্রভাবশালী।
ভোট গণনা ও স্বচ্ছতা
ছাত্রদল ম্যানুয়াল ভোট গণনা ও স্বচ্ছ ব্যালট বাক্সের দাবি জানিয়েছে। আবীরের মতে, মেশিনে গণনা হলে কারচুপির সুযোগ থাকে। প্রশাসনের সদিচ্ছা থাকলে ম্যানুয়াল গণনা এক রাতেই সম্ভব।
শিক্ষার্থীদের সমস্যা সমাধানের অঙ্গীকার
প্যানেলটি আবাসন সংকট নিরসন, ভর্তুকি চালু, নিরাপদ পানি সরবরাহ, ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন এবং চিকিৎসাকেন্দ্র আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
নারী শিক্ষার্থী ও সাইবার নিরাপত্তা
আবীর বলেন, সাইবার বুলিং নারীদের অংশগ্রহণে বড় বাধা। ছাত্রদল শক্তিশালী সাইবার বুলিং প্রতিরোধ সেন্টার গড়তে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবে।
নির্বাচন নিয়ে অবস্থান
প্রশাসনের অপতৎপরতা সত্ত্বেও ছাত্রদল মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ প্রচারণা, ভোটগ্রহণ ও গণনা নিশ্চিত হলে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি বেছে নেবেন।