বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

তিন দফা দাবিতে সাতরাস্তায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

এর আগে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, সারাদেশব্যাপী ‘বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’ পালন করা হবে। এতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবি ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে আকস্মিক অবরোধে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।