রবিবার অন্ধকারে ঢাকবে সূর্যের আলো
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর)। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, এদিন সংঘটিত হবে আংশিক সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী ওইদিন অমাবস্যাও থাকবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর বিশ্ববাসী উপভোগ করেছিল চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রহণ শুরু হবে রবিবার রাত ১১টা ২৯ মিনিটে। শেষ হবে সোমবার দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। সর্বোচ্চ আংশিক গ্রহণ দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে। মোট ৪ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী হবে এ বিরল দৃশ্য।
তবে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি দৃশ্যমান হবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার আকাশে।
