আবাসিক প্লটে ‘রহস্যঘেরা’ উড়োজাহাজ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১১:০৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ১৩ নম্বর প্লটে আড়াআড়িভাবে পড়ে আছে একটি উড়োজাহাজ। চারপাশে উঁচু দেয়াল ও টিনের বেড়া। চলার পথে দৃশ্যটি দেখে থমকে যান পথচারীরা। প্রশ্ন জাগে, এত বড় উড়োজাহাজ প্লটের ভেতরে এল কীভাবে!
স্থানীয়রা জানান, প্রায় ৯ বছর ধরে উড়োজাহাজটি এখানে আছে। কেউ বলেন ৬ বছর। তবে এর মালিকানা ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য নেই। মাঝে মধ্যে শিক্ষক-শিক্ষার্থীরা এসে ব্যবহারিক ক্লাস করেন বলে জানা যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, পুরনো বা নষ্ট উড়োজাহাজ নিলামে বিক্রি করা হয়। ২০১৯ সালের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কয়েকটি উড়োজাহাজ বিক্রি করা হয় গবেষণা বা প্রশিক্ষণের কাজে। এ প্লটের উড়োজাহাজও তেমন একটি বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, প্লটটির চারপাশে প্রাচীর ও টিনের বেড়া। সামনের দরজায় তালা, মালিকানা বা উদ্দেশ্যের কোনো বোর্ড নেই। সাদা রঙের এ উড়োজাহাজের ডানা ভেঙে রাখা হয়েছে জায়গার কারণে। চাকায় হাওয়া নেই, জানালায় ধুলার স্তর। স্থানীয়রা জানান, এটি আনা হয়েছিল বড় লরি ও ক্রেন দিয়ে।
একজন প্রাক্তন বিমানকর্মীর ভাষ্য, উড়োজাহাজটি ফকার এফ-২৭ মডেলের টার্বোপ্রপ প্লেন, যা একসময় ৪৮-৫৬ জন যাত্রী বহন করত। বর্তমানে উত্তরা এলাকার অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ এটি ব্যবহার করছে শিক্ষার্থীদের প্রশিক্ষণে। তবে ফটকের সামনে কোনো তথ্য না থাকায় বিষয়টি ঘিরে রহস্য থেকেই গেছে।