সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২২ রবিউল আউয়াল ১৪৪৭

পদোন্নতি পাওয়া পুলিশের ৬২ কর্মকর্তাকে একযোগে পদায়ন

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬২ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দপ্তর বিভিন্ন ইউনিটে একযোগে পদায়ন করেছে।

পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপারদের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।

জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তাসহ বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরাও রয়েছেন।