রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

যেসব চাকরিতে এআই কখনোই বিকল্প হবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি জীবনকে সহজ করেছে, তবে সব ক্ষেত্রেই মানুষের বিকল্প হতে পারে না। সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, কিছু চাকরিতে এআই কখনোই মানুষের সম্পূর্ণ বিকল্প হতে পারবে না।


এআই-এর প্রভাব

  • এআই এখন লেখালেখি, কনটেন্ট তৈরি, গণিত সমাধান, রিপোর্ট ও অ্যাসাইনমেন্টে মানুষের কাজ সহজ করছে।

  • তবে সৃজনশীলতার সঙ্গে যুক্ত কাজগুলোতে মানুষের মৌলিকতা এখনও অপরিহার্য।

  • ২০৫০ সালের মধ্যে অফিস ক্লার্ক, বুককিপার, রিসেপশনিস্ট, বিজনেস অ্যানালিস্ট, সেলস ও মার্কেটিং কর্মীদের চাকরির বড় অংশ এআই করতে পারবে।


যেসব চাকরিতে এআই কখনো বিকল্প হবে না

  1. হ্যান্ডস-অন ও ফিজিক্যাল কাজ: ক্লিনার, লন্ড্রি ওয়ার্কার, কনস্ট্রাকশন ও মাইনিং লেবার

  2. হসপিটালিটি খাত: রেস্টুরেন্ট, হোটেল, ট্যুরিজম সম্পর্কিত কাজ

  3. পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও সেফটি

  4. ম্যানেজমেন্ট ও প্রশাসনিক কাজের হাতে-কলমে কাজ: বিজনেস অ্যাডমিন ম্যানেজার

  5. স্বাস্থ্য ও নার্সিং খাত


নতুন কর্মসংস্থানের পরামর্শ

রিপোর্টে নতুনদের পরামর্শ: বুককিপিং, মার্কেটিং বা প্রোগ্রামিংয়ের পরিবর্তে নার্সিং, কনস্ট্রাকশন ও হসপিটালিটি খাত বেছে নিলে চাকরির নিরাপত্তা বেশি থাকবে।
বিশেষ করে ভয়েস আর্টিস্টদের ক্ষেত্র সংকটে, কারণ এখন এআই দিয়ে কণ্ঠ রেকর্ড করা হচ্ছে।