আগামী বছর থেকে অনলাইনেই দাখিল করা যাবে করপোরেট ট্যাক্স
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা করেছে আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিল করা যাবে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, করপোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য বিশেষ অ্যাপ তৈরি করা হবে, যা ব্যবহার করে ঘরে বসেই ট্যাক্স সম্পর্কিত সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
নতুন ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম
রোববার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করা হয়। চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “এই সিস্টেমের সব কাজ অনলাইনে হবে। সমস্যার ক্ষেত্রে দ্রুত সমাধান সম্ভব এবং নিজের ডাটাবেজের মাধ্যমে পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা যাবে।”
অ্যাপের সুবিধা
-
ঘরে বসে করপোরেট ও ইনকাম ট্যাক্স দাখিল করা যাবে
-
ভুলভ্রান্তি কমে যাবে
-
ব্যাংকের সঙ্গে সিস্টেম কানেক্টেড থাকায় স্বয়ংক্রিয় ফিলাপ
-
সম্পদ লুকানোর সুযোগ কমে যাবে
-
দ্রুত ও কার্যকর ট্যাক্স সংগ্রহ নিশ্চিত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অ্যাপের মাধ্যমে করপোরেট ট্যাক্স প্রক্রিয়া সহজ হবে, ক্লায়েন্টদের জন্য সুবিধাজনক এবং সরকারের রাজস্ব খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।”