ভারত-পাকিস্তান ম্যাচের ভেতরে অন্য লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার

এশিয়া কাপে দুবাইয়ে আজ মহারণ—ভারত বনাম পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচ শুধু দলীয় লড়াই নয়, বরং ভেতরে ভেতরে চলছে আরও কিছু ব্যক্তিগত দ্বৈরথ। চারটি বিশেষ লড়াই আজ নজর কাড়বে ক্রিকেটপ্রেমীদের—
???? ১. শুভমান গিল বনাম শাহিন আফ্রিদি
২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদের ঐতিহাসিক ম্যাচে শাহিন আফ্রিদির ইন-সুইংয়ে আউট হয়েছিলেন শুভমান গিল। আবারও মুখোমুখি হচ্ছেন তারা। আফ্রিদি ফর্মে ফিরেছেন, আর গিল আছেন দুর্দান্ত ছন্দে।
???? ২. কব্জির স্পিনারদের লড়াই
ভারতের কুলদিপ যাদব ও বরুণ চক্রবর্তী বনাম পাকিস্তানের সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ। কুলদিপের বিশ্বকাপ-খ্যাত স্পেল, বরুণের দুর্দান্ত কামব্যাক, আর পাকিস্তানের তরুণ স্পিনারদের চমক—এই লড়াই বদলে দিতে পারে ম্যাচের রং।
???? ৩. জসপ্রিত বুমরা বনাম মোহাম্মদ হারিস
অভিজ্ঞ বুমরার নিখুঁত ইয়র্কার আর ভ্যারিয়েশন বনাম পাকিস্তানের তরুণ হারিসের ঝুঁকিপূর্ণ ব্যাটিং। হারিস ছোট ঝড় তুলতে পারলে পাকিস্তান সুবিধা পেতে পারে, তবে বুমরাকে সামলানো হবে তার জন্য বিশাল চ্যালেঞ্জ।
???? ৪. হাসান নওয়াজ বনাম ভারতীয় স্পিনার
পাওয়ারপ্লের পর পাকিস্তানের ভরসা হাসান নওয়াজ। তবে স্পিনের বিপক্ষে তার স্ট্রাইক রেট কমে যায়। ভারতের অক্ষর, কুলদিপ ও বরুণ ত্রয়ীর বিপক্ষে হাসানের পারফরম্যান্সই হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট।
আজকের ভারত-পাকিস্তান ম্যাচ কেবল আবেগ নয়, ব্যক্তিগত দ্বৈরথগুলোও এশিয়া কাপের এই মহারণকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।