রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩০ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

মনিরামপুরে বিধবার ঘরে বিতর্কে বিএনপি নেতা বরখাস্ত

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার

যশোরের মনিরামপুরে বিধবা হিন্দু নারীর ঘরে ঢুকে দরজা আটকে মাদক সেবনের অভিযোগে বিএনপি নেতা জিএম খলিলুর রহমানকে পদ থেকে স্থগিত করেছে জেলা বিএনপি।

 

ঘটনা ঘটে উপজেলার পাঁচাকড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিধবা নারী ভাতার বইয়ের আবেদন করেছিলেন। সেই সুযোগে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বই দেওয়ার অজুহাতে তার ঘরে প্রবেশ করেন। পরে দরজা বন্ধ করে মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে।

 

স্থানীয়রা জানান, এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড তার নতুন নয়। এর আগেও মাদক, নারী সংক্রান্ত অনিয়ম এবং সালিসে টাকা নেওয়ার মতো অভিযোগে জড়িয়েছিলেন তিনি। জেলা বিএনপি এক জরুরি বৈঠক শেষে গুরুতর অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ স্থগিতের ঘোষণা দেয়।

 

অভিযুক্ত খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ভাতার বই দেওয়ার জন্য ঘরে প্রবেশ করেছিলেন, আর বাকিগুলো রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র।

 

তবে এই ঘটনার পর এলাকায় তীব্র আলোচনার জন্ম হয়েছে। সাধারণ মানুষ বলছেন, জনগণের সেবার নামে রাজনীতি করা নেতাদের এ ধরনের আচরণ শুধু জনবিশ্বাসকেই ভঙ্গ করছে না, দলের ভাবমূর্তিও প্রশ্নের মুখে ফেলছে।