রোববার   ১৪ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বাবার নামে ভুয়া প্রচারে আঁখির সতর্কবার্তা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীরের নামে চলছে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, গ্রুপ ও ফ্যান পেজ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে আলমগীরের কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট বা প্রোফাইল নেই। এ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

সম্প্রতি তিনি জানান, এসব ভুয়া পেজ ও গ্রুপের সঙ্গে তার বাবার কোনো সম্পৃক্ততা নেই। বিশেষ করে ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে সাড়ে ৬ লাখেরও বেশি অনুসারী থাকলেও এর সঙ্গে কিংবদন্তি এই নায়কের কোনো সম্পর্ক নেই।

আঁখি আলমগীর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন– “এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না। তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা বুঝে এরপর থেকে পোস্ট করবেন। যার নামে পেজ চালাচ্ছেন, তার বিশালতাকে যদি উপলব্ধি করতে না পারেন, তবে দয়া করে পেজ চালাবেন না।”

তিনি আরো লেখেন– “ওনার নাম-ছবি ব্যবহার করে দেশ-বিদেশের সব শিল্পীর খবর তখনই দিবেন, যখন তা সম্পূর্ণ সঠিক হবে। নয়তো না দেওয়াই শ্রেয়। এতে সকলের সম্মানহানি হয়, অযথা ভুল বোঝাবুঝি তৈরি হয়। যদি সত্যিই শিল্পীদের নিউজ দিতে চান, তবে পেজের নাম অবিলম্বে পরিবর্তন করুন।”

শিল্পী কন্যা স্পষ্ট করে বলেন– “অনেক তারকা নিজ নিজ ফ্যান পেজের অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ রাখেন। তবে আলমগীরের ক্ষেত্রে তা হয়নি, হবেও না।”