জাকসু নির্বাচন: ফল ঘোষণায় বিলম্ব, বিকেলে গণনা শেষ হওয়ার আশা কমিশন
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কিছু হলে তা দীর্ঘায়িত হয়। কিন্তু শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্তও ভোট গণনা শেষ হয়নি।
এই বিলম্ব শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এত বছর পর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশে কেন এত সময় লাগছে।
বিলম্বের কারণ জানালেন কমিশন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একে এম রাশিদুল আলম স্বীকার করেছেন, প্রাথমিক পর্যায়ে ভোট গণনা ধীরগতিতে হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন,
“আমরা আশা করছি বিকেলের মধ্যে হলভিত্তিক ভোটগণনা শেষ করা যাবে এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা সম্ভব হবে।”
তিনি ব্যাখ্যা করেন, যেহেতু পুরো প্রক্রিয়াটি ম্যানুয়াল পদ্ধতিতে হয়েছে, তাই শুরুতে অনেকটা সময় লেগেছে। সিনেট ভবনের কক্ষে শুরুতে মাত্র পাঁচটি টেবিলে ভোটগণনা চলছিল। প্রতিটি টেবিলে একটি হলের ভোট গণনা করা হচ্ছিল এবং পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ছিল।
আজ (শুক্রবার) সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়, যাতে দ্রুত গণনা সম্পন্ন করা যায়।
অনুপস্থিত পোলিং এজেন্ট
কমিশনের ব্যাখ্যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে—বৃহস্পতিবার রাতে অনেক হলে পোলিং কর্মকর্তা উপস্থিত থাকলেও প্রার্থীদের পোলিং এজেন্টরা ছিলেন না। অথচ নিয়ম অনুযায়ী ব্যালট বাক্স খোলা থেকে শুরু করে প্রতিটি ধাপেই এজেন্টদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ বিষয়টিও প্রক্রিয়াকে জটিল করেছে।
শিক্ষার্থীদের প্রত্যাশা
৩৩ বছর পর জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল প্রবল। কিন্তু ফলাফল প্রকাশে এই ধীরগতি সেই উচ্ছ্বাসকে শঙ্কায় পরিণত করেছে। অনেকেই দাবি করছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে গণনা প্রক্রিয়াকে আরও কার্যকর করা উচিত ছিল।
এখন দৃষ্টি সবার কমিশনের দিকে—আজ রাতে কবে নাগাদ তারা চূড়ান্ত ফল প্রকাশ করতে সক্ষম হবেন, সেটিই নির্ধারণ করবে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান।