ইইউবি ট্রাস্টি বোর্ড নিয়ে জালিয়াতি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (European University of Bangladesh - EUB) এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান ট্রাস্টি বোর্ডের জালিয়াতি ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।
ড. মকবুলের অভিযোগ
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর ছেলে আহমদ ফরহাদ খান জোরপূর্বক পদত্যাগপত্র আদায় করে অবৈধভাবে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছেন। তিনি জানান, নথি জালিয়াতি ও বেআইনী স্বাক্ষরের মাধ্যমে চারজন বৈধ সদস্যকে অপসারণ করে আত্মীয়স্বজনদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ
ড. মকবুল আহমেদ খান দাবি করেন, প্রায় এক বছর ধরে তাঁকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভাড়াটে সন্ত্রাসী দ্বারা তিনি একাধিকবার লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সম্পত্তি দান করার ঘোষণা
তিনি জানান, সন্তানদের এহেন আচরণের কারণে তিনি তাঁর যাবতীয় সম্পদ জনকল্যাণমূলক কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে পিতৃহীন ও মাতৃহীন শিশুদের কল্যাণে তাঁর সম্পদ ব্যয় করতে চান। ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের মাধ্যমে আহ্বান
ড. মকবুল আহমেদ খান সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার মান ও মর্যাদা রক্ষা করা এখন সবচেয়ে জরুরি। তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও এই অন্যায় কার্যকলাপ রোধে এগিয়ে আসার আহ্বান জানান।