বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারি ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারি ইউনিয়নের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান, সোমবার বোর্ডের প্রধান কার্যালয়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি বিশিষ্ট আইনজীবী সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠের যুগ্ম সম্পাদক, জিয়া ফাউন্ডেশনের পরিচালক গণমাধ্যম ব্যক্তিত্ব, হাফিজ আল হাসান সাঈদ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,
পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন , পৃষ্ঠপোষক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সচিব, মোঃ আল মাসুদ করিম।
অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল বাসেত, আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সুমন,
বক্তারা বলেন, কর্মচারীদের প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মচারীদের পদোন্নতি, বদলি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখতে হবে। কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে হবে।
ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি সততা, নিষ্ঠা ও কর্মচারীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মচারীদের সমস্যা সমাধান, কল্যাণমূলক কার্যক্রম ও বোর্ডের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে