ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আর ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১১:৪৭ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে পোস্ট করে এ ঘোষণা দেন। খবর: আল জাজিরার।
পোস্টে তিনি লেখেন, “জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”
প্রেভো জানান, ‘ইসরায়েলের বিরুদ্ধে বেলজিয়াম অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা দেবে। এর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন।’
তিনিবলেন, ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় যে মানবিক ট্র্যাজেডির ঘটনা ঘটছে তার আলোকে বেলজিয়াম এই প্রতিশ্রুতি দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজা থেকে শেষ বন্দী মুক্তি পেলে এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের আর কোনও ভূমিকা থাকবে না, তখনই কেবল স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।
গত জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন যে, ফ্রান্সও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এরপর একে একে আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষ স্বীকৃতির কথা বলেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত অন্তত ১৪৭টি দেশ, যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রায় ৭৫ শতাংশ, ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও শর্তসাপেক্ষে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যও জানিয়েছে যে তারা এই মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ফ্রান্স এবং সৌদি আরব ফিলিস্তিনের স্বীকৃতি সংক্রান্ত বৈঠক যৌথভাবে আয়োজন করবে।