বিক্ষোভের মধ্যে ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়ি লুটপাট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রোববার

সুরাবায়ার আঞ্চলিক পুলিশ সদর দপ্তরের সামনে ৩০ আগস্ট বিক্ষোভকারীরা। ছবি : এএফপি
ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাস ভবনে গতরাতে লুটপাট হয়েছে বলে রবিবার এএফপিকে জানিয়েছে প্রহরারত সেনারা ও একজন প্রত্যক্ষদর্শী। দেশটিতে পুলিশবিরোধী বিক্ষোভের রোষ এবার আইনপ্রণেতাদের দিকে ছড়িয়ে পড়েছে।
মোটরসাইকেল ট্যাক্সি চালক আফফান কুরনিয়াওয়ানের মৃত্যুর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়া বিক্ষোভে ফেটে পড়েছে। আইনপ্রণেতাদের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িচাপায় তার মৃত্যু হয়।
এ পর্যন্ত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো সরকারের সময়কার এটিই সবচেয়ে বড় ও সহিংস আন্দোলন। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ে সাবেক এ জেনারেলের জন্য এটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, আর ক্ষোভ এখন সংসদ সদস্যদের বাড়িঘরের ওপরও ছড়িয়ে পড়ছে।
রাজধানী জাকার্তার পাশের শহর সাউথ ট্যাঙ্গারাংয়ে মন্ত্রী শ্রী মুলইয়ানি ইন্দ্রাওয়াতির বাড়িতে রবিবার ভোরে দুই দফায় লুটপাট হয় বলে জানিয়েছেন তার প্রতিবেশী ড্যামিয়ানুস রুডলফ।
তিনি এএফপিকে বলেন, ‘প্রথম দফায় লুটপাটকারীরা কয়েক ডজন মোটরসাইকেলে করে আসে।
প্রতিটি মোটরসাইকেলে দুই-তিনজন করে ছিল। দ্বিতীয় দফায় প্রায় ১৫০ জন লুটপাট করতে আসে। তারা টেলিভিশন, সাউন্ড সিস্টেম, ড্রয়িংরুমের সাজসজ্জা, কাপড়, প্লেট, বাটি সবকিছু লুট করে নিয়ে গেছে।’
দুই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা জানিয়েছে, ঘটনার সময় শ্রী মুলইয়ানি বাড়িতে ছিলেন না।
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা শ্রী মুলইয়ানি তিনজন ভিন্ন প্রেসিডেন্টের সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বাড়ির সামনে রবিবার দুপুরে সেনারা পাহারা দিচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে কিছু মালামাল ট্রাকে করে সরিয়ে নিতে দেখা যায়।
গত কয়েক দিনে আরো কয়েকজন আইনপ্রণেতার বাড়ি লুট হয়েছে। প্রাবোওর ক্ষমতাসীন জোটের নাসডেম পার্টির এমপি আহমাদ সাহরোনির বাড়িতে শনিবার রাতে হামলা চালিয়ে গাড়িসহ কয়েকটি জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে জানিয়েছে আনতারা।
নাসডেম পার্টির অন্য আরেকজন সাংসদ নাফা উরবাচের বাড়িও রবিবার ভোরে লুট করা হয় বলে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সংসদ সদস্য একো হেন্দ্রো পুরনোমোর বাড়িতেও শনিবার রাতে একদল লোক হামলা চালায় বলে আনতারার প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিক্ষোভ জাকার্তা ছাড়িয়ে যোগইয়াকার্তা, বান্দুং, সেমারাং ও সুরাবায়া শহরে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া উত্তর সুমাত্রার প্রদেশ মেদানেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।