চিকিৎসা শেষে দেশে ফিরলেন ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

লন্ডনে ১২ দিনের সফর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী বিলকিস মোশাররফ হোসেন ও পুত্র ড. খন্দকার মারুফ হোসেনসহ দেশে ফিরলেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ।
ঢাকা বিমান বন্দরে তাঁকে তিতাস, হোমনা,মেঘনা ও দাউদ কান্দির দলীয় নেতা কর্মীরা ফুলেল শুভেচছা জানান। ড. মোশাররফ হোসেনকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলে তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ র রহমতে আমি ভালো আছি।
তাঁকে এ সময় মানসিক ভাবেও বেশ উৎফুল্ল মনে হয়েছে। এই সফরের সফলতার ও তাৎপর্যের কথা বলতে গিয়ে ড.মারুফ তার ভেরিফাইড ফেসবুকে তিনি বলেন, এই সফরটি আমার জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ আমার জন্য এক অনন্য প্রেরণা।।