সোমবার   ০৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ২০ ১৪৩২   ০৯ সফর ১৪৪৭

সিনেমায় আসার আগে কী করতেন সাইয়ারা’র নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

‘সাইয়ারা’র সাফল্যে বলিউডে যেন রীতিমতো আলো ছড়িয়ে দিয়েছেন অনিত পাড্ডা। এই ছবির হাত ধরেই রাতারাতি পরিচিতি পেয়েছেন তিনি। দর্শকদের একাংশ যেমন ছবির গল্প ও নির্মাণশৈলীর প্রশংসা করছেন, তেমনি অনিতের প্রাণবন্ত অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে।
এই সিনেমার নায়কও নবাগত— আহান পান্ডে।

বলা বাহুল্য, ‘সাইয়ারা’র সাফল্যেই একেবারে লাইমলাইটে তারা দুজনেই। আহান পান্ডে বলিউডে আগে থেকে খানিকটা পরিচিত থাকলেও অনিত ছিলেন একদমই অপরিচিত। তাই এখন ভক্তরা তার সম্পর্কে নতুন নতুন তথ্য খুঁজে বের করছেন।
সম্প্রতি এক অনুরাগী অনিতের লিঙ্কডইন প্রোফাইলটি বের করে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।


তাতে লিখেছেন, ‘বিউটি উইথ ব্রেন’। অনিতের এই প্রোফাইলটি দেখার পর, নেটিজেনরা অভিনেত্রীর অতীতে সাধাসিধে জীবনের প্রশংসায় মেতে ওঠেছেন।
দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজে পড়ার সময় অনিত সেই প্রোফাইলটি খুলেছিলেন বলে ধারণা। তবে এই প্রোফাইল কয়েক বছর ধরে আপডেট করেননি।


এতে লেখা আছে, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং ভিস্তারা এয়ারলাইন্সে ইন্টার্নশিপও করেছেন। এছাড়াও, তিনি নিজেকে একজন গায়িকা-গীতিকার এবং অভিনেত্রী হিসেবে বর্ণনা করেছেন। এছাড়াও ইন্সটাগ্রামে তার পুরোনো দিনের ছবিও স্পষ্ট করে, আর দশটা মেয়ের মতো তার জীবনও ছিলো সরলতায় পূর্ণ; যে ব্যাপারটি মানুষকে বেশি স্পর্শ করেছে।

 
এই প্রোফাইলটি ভাইরাল হওয়ার পর একজন লিখেছেন, ‘তিনি কোনো বলিউডের ডেবিউ অভিনেত্রীর মতো দেখতে নন। তার সরলতা খুবই বাস্তব।


’ অন্যজন লিখেছেন, ‘মনে হচ্ছে ক্লাসে আমার পাশে বসা মেয়েটি হঠাৎ করেই পর্দায় হাজির হয়েছে।’ সে সময় অনিতের সাদাসিধে সরল লুকটিই নিয়েই এমন মন্তব্য নেটিজেনদের। 
এদিকে তার ছবি ‘সাইয়ারা’ও প্রচুর আয় করছে। গত ১৮ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটি এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটির ওপরে আয় করেছে।