সোমবার   ২১ জুলাই ২০২৫   শ্রাবণ ৫ ১৪৩২   ২৫ মুহররম ১৪৪৭

শারা’র সরকার উৎখাতেই হামলা চালিয়েছে ইসরাইল!

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার

সুওয়াইদায় ধর্মীয় দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ইসরাইল সিরিয়ায় হামলা চালিয়ে থাকতে পারে, যাতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ শারা’র নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে উৎখাত করা যায়।

সিরিয়ার সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টির সদস্য তারেক আহমেদ রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে এ কথা বলেন।  

তারেক আহমেদ বলেন, ‘সম্ভবত ইসরাইল আহমেদ শারা'র জন্য একটি ফাঁদ তৈরি করেছিল। তারা তাকে একটি খুব আশাবাদী ভবিষ্যৎ দেখিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে শান্তি চুক্তি স্বাক্ষর করলে সবকিছু ঠিক হয়ে যাবে। ’

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে দেখা করেছিলেন এবং অন্যান্য প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তাই শারা স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন, তিনি ভেবেছিলেন যে তিনি সেনাদের সুওয়াইদায় প্রদেশে পাঠাতে পারেন এবং ফাঁদে প্রবেশ করতে পারেন। এখন ইসরাইলের কাছে কেবল সুওয়াইদায় নয়, দামেস্কেও বোমা হামলা চালানোর এবং তার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ রয়েছে।’

এর আগে বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে, যার মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে। সুওয়াইদায় প্রদেশে আরব সংখ্যালঘু গোষ্ঠী দ্রুজদের সমর্থনে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সরকার।


উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইসরাইল বর্তমান সিরিয়ার সরকারের দুর্বলতাগুলোকে কাজে লাগানোর জন্য কৌশলগতভাবে নিজেদের অবস্থান তৈরি করছে বলে মনে হচ্ছে।  আহমেদের ভাষ্য, ‘আমি বিশ্বাস করি পরিস্থিতি খুবই বিপজ্জনক।  এতে জড়িত উভয়পক্ষের ঝুঁকি অবিশ্বাস্যভাবে অনেক বেশি।’

এই রাজনীতিবিদ সতর্ক করে বলেন, ইসরাইলের পদক্ষেপগুলো সংগ্রামরত সিরিয়ার সরকারকে আরও অস্থিতিশীল করতে পারে এবং সিরিয়ার অভ্যন্তরে ক্ষমতার গতিশীলতা পুনর্গঠন করতে পারে। 

তিনি আরও বলেন, এই উন্নয়নগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনবে।

আহমেদ বলেন, ‘এটি ক্ষমতার একটি সিদ্ধান্তমূলক পরিবর্তনের দিকে পরিচালিত করবে নাকি অঞ্চলটিকে আরও বিশৃঙ্খলার দিকে নিমজ্জিত করবে—তাও দেখা যাবে।  তবে একটি বিষয় স্পষ্ট: দামেস্কের জন্য যে ফাঁদ তৈরি করা হয়েছে তার সুদূরপ্রসারী পরিণতি হতে পারে যা এর সীমানা ছাড়িয়েও বিস্তৃত হবে। ’