বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫   শ্রাবণ ২ ১৪৩২   ২১ মুহররম ১৪৪৭

বাবা হারালেন রবি তেজার

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৬ জুলাই ২০২৫ বুধবার


রাজগোপাল রাজু পেশায় ছিলেন একজন ফার্মাসিস্ট। ছেলে রবি তেজা দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার হলেও তিনি সবসময়ই আলোচনার বাইরে, নিভৃত জীবনযাপন করে গেছেন। 

কর্মসূত্রে বহু শহরে তার বসবাস হয়েছে— জয়পুর, দিল্লি, মুম্বাই ও ভোপালসহ বিভিন্ন শহরে পরিবারসহ বসবাস করেছেন। এমনকি রবি তেজা যখন পর্দায় সুপারস্টার হয়ে উঠছেন, তখনও রাজগোপাল রাজু তার নিজস্ব পেশাগত জীবন চালিয়ে গেছেন। তিনি ও তার স্ত্রী রাজ্যলক্ষ্মী খুব কমই জনসম্মুখে আসতেন।

রবি তেজার বাবার মৃত্যুতে টলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শোক ও সহানুভূতির বার্তা। 

উল্লেখ্য, রবি তেজার আসল নাম ভূপাতিরাজু রবি শঙ্কর রাজু। নব্বই দশকের দিকে ‘রবি তেজা’ নামেই চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি। সহকারী পরিচালক হিসেবে কাজ শুরুর পর ১৯৯৭ সালে 'সিন্ধূরাম' ছবির মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন।