মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১২ মুহররম ১৪৪৭

বাড়িতে বাবার মরদেহ রেখে কেন্দ্রে গেল পরীক্ষার্থী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৭ জুলাই ২০২৫ সোমবার

মীরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গেছেন আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা।  

সোমবার (৭ জুলাই) তার বাবা মো. নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

তিনি মীরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন।
নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, চাচাত বোনের আলিম পরীক্ষা চলছে।

সোমবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ছিল। এদিন সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে লতিফীয়া কামিল মাদরাসায় পরীক্ষাকেন্দ্রে যায় ফিমা। সে আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। বিকেল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।  
তিনি আরও বলেন, ১০ দিন আগে নুরের জামানের বড় ভাই, আমার বাবা নুরুল মোস্তফা মারা যান। ১০ দিনের ব্যবধানে চাচাকে হারালাম।