বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫   আষাঢ় ১৮ ১৪৩২   ০৭ মুহররম ১৪৪৭

ছাদবাগান করতে আগ্রহীদের পাশে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার

ছাদবাগান করতে আগ্রহীদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষমেলায় ডিএনসিসির স্টল থেকে আগ্রহীরা ছাদবাগান বিষয়ে নানা তথ্য, পরামর্শ, একটি পূর্ণাঙ্গ গাইডবুক এবং বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ পাচ্ছেন।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ছাদে বাগান করতে চান বা ইতোমধ্যে করছেন, তাদের গাছের ধরন, মাটির গুণমান, কীটনাশক ব্যবস্থাপনা ও বৃষ্টির পানি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বৃক্ষমেলায় ডিএনসিসির এটা প্রথম উদ্যোগ।

এছাড়া বিশেষজ্ঞরা সরেজমিনে ছাদবাগান পরিদর্শনেও যাবেন-এমন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

ছাদবাগানের জন্য একটি গাইডবুকও দেওয়া হচ্ছে বিনামূল্যে, যাতে বাগান করতে আগ্রহীরা প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।


নগরায়নে সবুজ জায়গা কমে গেলেও ছাদবাগান নগর পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই নগরবাসীকে ছাদবাগানে আগ্রহী করতে নানা সহযোগিতা অব্যাহত থাকবে।

মেলায় স্টলে সিটি করপোরেশনের সঙ্গে সহযোগিতা করছে গ্রীন সেভার্স নামে একটি পরিবেশবাদী সংগঠন।

গ্রীন সেভার্সের প্রবেশনারি অফিসার মো. মুনতাসীর জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত ৪৬ জন মানুষ আমাদের সহায়তা নিয়েছেন। তাদের কেউ ছাদবাগান এরই মধ্যে শুরু করেছেন, কেউ বা আবার সামনে শুরু করবেন। আমাদের এই কার্যক্রম মাসব্যাপী চলবে। ছাদবাগানে উৎসাহী কেউ এলে আমরা তাদের পূর্ণাঙ্গ সহায়তা দেব।

মুনতাসীর বলেন, আমাদের পরবর্তীতে একটি স্থান নির্ধারণ করা হবে। সেখানে বিনামূল্যে ছাদ বাগানের বিভিন্ন উপকরণ দেওয়া হবে।