শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি ৭ জুলাই
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুইজন আইনজীবী সময়ের আবেদন করলে পরর্বতী শুনানির দিন ৭ জুলাই নির্ধারণ করেছে আদালত।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ গঠনেরর শুনানি শেষে এই সময় নির্ধারণ করা হয়।
এর আগে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পড়ে শোনান।
তিনি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।
কিন্তু শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী প্রস্তুতির জন্য সমেয়র আবেদন করেন।
এই মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আরেকজন অভিযুক্ত পুলিশের সাবেক মহামহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুমের আইনজীবী আদালতে জানান, তারা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে চান না।
এই মামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, হত্যা, হত্যার চেষ্টা উসকানি, ষড়যন্ত্র করার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে।