মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

কুমিল্লা ২ হোমনা মেঘনার যোগ্য প্রার্থী ইঞ্জিনিয়ার আঃ মতিন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩০ জুন ২০২৫ সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  কুমিল্লা-২ হোমনা এবং মেঘনা  নির্বাচনী আসনে  বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী বিএনপি নেতা সাবেক প্রধান মন্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস, সাবেক সচিব জিয়া  পরিবারের বিশ্বস্ত আমলা ইন্জিনিয়ার আঃ মতিন খান।

 

বিএনপির সদ্য ঘোষিত তিনটি মনোনয়ন মানদণ্ড অনুযায়ী  আঃ মতিন খান ই  হচ্ছেন সবচেয়ে উপযুক্ত এবং গ্রহণ যোগ্য নেতৃত্বের প্রতিচ্ছবি বলে স্থানীয় বিএনপি  ও অংগ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মনে করেন। তিনটি মনোনয়ন মানদন্ড, ""দেশ ও দলের জন্য ত্যাগ,নিষ্ঠা,সততা এবং আদর্শের প্রতীক,জনগণের কাছে গ্রহণযোগ্য ও আস্থাভাজন""এই তিনটি গুণেই তিনি এক অনন্য উদাহরণ  বলেও  তিতাস, হোমনা ও মেঘনা  বাসী  সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সভা সমাবেশে  প্রচার ও প্রচারনা চালিয়ে যেতে দেখা যায়।

 

নেতা কর্মীরা আরও বলেন, ইন্জিনিয়ার আঃ মতিন খান  সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস থাকা কালীন তিতাস, হোমনা,মেঘনা, দাউদ কান্দির অসংখ্য যুব সমাজের  সরকারি বেসরকারি সংস্থায় কর্মসংস্থানে সহযোগিতা, কুমিল্লার উক্ত দুটি নির্বাচনী এলাকার যোগাযোগ, শিক্ষা, প্রশাসনিক এবং  অবকাঠামোগত সকল উন্নয়ন কর্ম কান্ডে একান্ত ভাবে জড়িত থেকে বছরের পর বছর ধরে দাউদকান্দি,  তিতাস, হোমনা ও মেঘনার  মাটি এবং মানুষের পাশে থেকেছেন নিরলসভাবে।বিএনপির চেয়ার পার্সন  সাবেক প্রধান  মন্ত্রীর  এপিএস থাকার অপরাধে পতিত সৈরাচার আওয়ামী লীগ এর রোষানলে পড়ে চাকুরীতে ও এস ডি,দূর্নীতির মিথ্যা মামলা,কারাভোগ সহ বিভিন্ন হয়রানির স্বীকার সাবেক এই আমলা। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি পরামর্শে  মরহুম এমকে আনোয়ার এর উত্তর সুরী হিসাবে তার নির্বাচনী এলাকায় দলীয় কর্মকান্ড বাস্তবায়নে ব্যপক ভাবে অংশগ্রহনের মাধ্যমে তৃনমুল নেতা কর্মী ও আপামর জন সাধারণের মনের কোঠায় স্হান করে নিয়েছেন।

 

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে এবং
দলের দুঃসময়ে থেকেছেন সম্মুখ সারিতে,কখনো পিছু হটেননি কর্মীদের বিপদে ফেলে  ফ্যাসিবাদের ভয়ে।

 


তার বিরুদ্ধে নেই কোনো অপকর্ম বা দুর্নীতির বদনাম। সৈরাচার আওয়ামী লীগের মিথ্যা মামলায়  ততকালীন দুদক তাকে  সম্পূর্ণ নিরপরাধ ঘোষনা করে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়।  যা বিরল ঘটনা বলে  অনেকে মনে করেন। সাবেক সচিব ও জিয়া পরিবারের ঘনিষ্ঠ আঃ মতিন খান শুধু একজন রাজনৈতিক নেতাই নন,তিনি সততার প্রতীক ও গণমানুষের কণ্ঠস্বর।

 

তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক। দলমত,জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে রয়েছে  তার  গ্রহণযোগ্যতা।  হোমনা তিতাসের উন্নয়নের রুপকার সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য  মরহুম এম কে আনোয়ার এর  হোমনা তিতাসের উন্নয়নে তাঁর স্বপ্ন বাস্তবায়নে এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে মরহুম এমকে আনোয়ার এর উত্তর সুরী হিসাবে  একমাত্র সাবেক সচিব ইন্জিনিয়ার আঃ মতিন খান এর পক্ষেই সম্ভব বলে এলাকার সর্বস্তরের জন মানুষের প্রত্যাশা।
 

বিএনপি  নেতা  আঃ মতিন খান  রাজনীতিতে এক  বিশ্বস্ততা ও নির্ভরতার প্রতীক হিসেবে জনগনের আস্থা  অর্জনে সফল হয়েছেন। নেতা কর্মীরা জানিয়েছেন বিএনপির নেতৃত্বে আগামী দিনের প্রিয় বাংলাদেশ গড়তে প্রয়োজন ইঞ্জিনিয়ার আঃ মতিন খান এর  মত  নির্ভরযোগ্য,বিচক্ষণ ও যোগ্য মানুষের। মনোনয়নের যোগ্যতার মাপ কাঠিতে একমাত্র যোগ্য প্রার্থী অত্র আসনের অভিভাবক  আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা - ২ হোমনা - মেঘনা  নির্বাচনী আসনে অথবা সরকারের বিবেচনাধীন কুমিল্লা ২ আসনটি সীমানা পূনর্বিন্যাসে যদি তিতাস  ও হোমনায় আসন নির্ধারন হয় আর  বিএনপি   ইঞ্জিনিয়ার আঃ মতিন খান  কে মনোনয়ন দিলে তিনি উক্ত  আসন থেকেu   রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, এমনটাই  প্রত্যাশা করেন উক্ত কুমিল্লা ২ আসনের সর্বস্তরের জনগণ।