চিতোষী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের জোরপূর্বক যোগদানের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৭ মে ২০২৫ মঙ্গলবার

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে আজ সকাল ১১টার দিকে এক অনাকাঙ্ক্ষিত ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিপূর্বে পদত্যাগকারী সাবেক অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া জাতীয়তাবাদী যুবদল আহ্বায়কের নেতৃত্বে জোরপূর্বক কলেজে প্রবেশ করে দায়িত্ব গ্রহণের চেষ্টা করলে শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা যুবদল আহ্বায়ক আলী আজগর মিয়াজীর নেতৃত্বে বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুবদলের সাবেক সদস্য সচিব এহেতেশামুল গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ শিকদার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশসহ দুই শতাধিক নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়েন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।
তারা কলেজ কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে অধ্যক্ষকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীরা তাতে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত কলেজ এলাকা ত্যাগ করে।
উল্লেখ্য, অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া গত বছরের ৫ আগস্ট অভ্যন্তরীণ সংকট ও ছাত্র-অভিভাবকদের প্রতিবাদের মুখে পদত্যাগ করেছিলেন। তার আকস্মিক প্রত্যাবর্তন এবং জোরপূর্বক যোগদানের চেষ্টা কলেজে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
কলেজের এক শিক্ষক রাতেই শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা পুনরায় হামলার আশঙ্কা করছেন। তারা অভিযোগ করেন, এই ঘটনায় জড়িত নেতারা বিএনপির চাঁদপুর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার মমিনুল হকের ঘনিষ্ঠ অনুসারী।
এই ঘটনার ফলে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।