কক্সবাজারের চার আসনে আ.লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিলেন যারা
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন পর্যন্ত কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসন থেকে বর্তমান সংসদ সদস্যসহ অন্তত ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের ঢাকাস্থ ধানমন্ডি-৩/এ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গত ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এসকল প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।
সূত্র মতে, মনোনয়নপত্র জমাদানকারিরা কক্সবাজার থেকে নিজ নিজ কর্মী সমর্থকদের ঢাকায় নিয়ে উৎসমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।কক্সবাজার জেলার ৮টি উপজেলাকে নিয়ে ৪টি সংসদীয় আসন গঠন করা হয়েছে।
কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া)
কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে যারা মনোমনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন, কৃষকলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাফর আলম, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, খালেদ মোহাম্মদ মিথুন, ড. আশরাফুল ইসলাম সজিব, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন বাবুল, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সহ-সভাপতি খলিলুল্লাহ চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী।
কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া)
কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, ড. আনছারুল করিম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতাব্বর, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক সরওয়ার কামাল, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খান, সাবেক ছাত্র নেতা ওসমান গণি ও আওয়ামী লীগ নেত্রী প্রকৌশলি ইসমত আরা ইসমু, আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার চৌধুরী, আয়ুবুর রহমান ও যুবলীগ নেতা মার্শাল পাবেল।
কক্সবাজার-০৩ (সদর-রামু)
কক্সবাজার-০৩ (সদর-রামু) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, জেলা আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার বদিউল আলম, রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মাবুদ, জেলা পরিষদের সদস্য শামসুল আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রশান্ত ভুষন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, এডভোকেট নাসরিন সুলতানা লিনা ও জয়া জাহান চৌধুরী।
কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ)
কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক মিয়া, সহ-সভাপতি এম এ জহির, সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি সাধনা দাস গুপ্তা, উপজেলা চেয়ারম্যান জাফর আলম, জেলা আওয়ামী লীগ নেতা সোনা আলী, রশিদ আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, তার সহধর্মিনী নিগার সোলতানা শাহীন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও তাঁর সহধর্মিনী জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, আবুল মনছুর চৌধুরী, আমিনুল হক আমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দীন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আবদুল আজিজ ও মৌলানা ফরিদুল আলম।
সূত্র মতে, জেলার ৪টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেয়া নেতা-কর্মীদের বাইরেও আরও বেশ কয়েকটি ফরম জমা পড়েছে। যাদের অনেকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। তাদের নাম নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত না হওয়ায় তালিকায় নাম উল্লেখ করা হয়নি।
তবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতা-কর্মী আক্ষেপ করে বলেছেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে এমন অনেকেই জমা দিয়েছেন যাদের দলীয় কোন পদবি নেই, সামাজিক ভাবে অখ্যাত মানুষ। এমন অনেকেই আছেন যাদের সামাজিক ও দলীয় ভাবে খারাপ নজরে দেখা হয়।
