শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

এখনই অবসর নিচ্ছেন না ক্যাসিয়াস

প্রকাশিত : ০৫:২২ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

হৃদরোগে আক্রান্ত হয়ে এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ইকার ক্যাসিয়াস। এই ঘটনা তার ক্যারিয়ারে বয়ে এনেছে প্রবল অনিশ্চয়তা। পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন তিনি। এমনই খবরে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে ওঠে ক্যাসিয়াস অনুরাগীদের মধ্যে।

কিন্তু এই গুজব উড়িয়ে দিলেন ক্যাসিয়াস নিজেই। জানালেন এখনই অবসর নিচ্ছেন না তিনি। ২০১৫ রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো’তে যোগদান করেন স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ী এই কিংবদন্তি গোলরক্ষক। গত ১ মে পোর্তোর ট্রেনিং সেশনে মর্মান্তিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। এরপর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার ও বেশ কিছু সফল পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান ৩৭ বছরের এই গোলরক্ষক।

সুস্থ হয়ে উঠলেও পরবর্তীতে তার পেশাদার ফুটবল কেরিয়ার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে। ক্যাসিয়াস হয়তো আর খেলা চালিয়ে যেতে পারবেন না, এমন খবরে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। গতকাল শুক্রবার তার অবসরের বিষয়ে ফের একবার গুজব মাথাচাড়া দিয়ে উঠতেই আসরে নামেন ক্যাসিয়াস স্বয়ং।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, অবসরের বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি তিনি। একধাপ এগিয়ে তিনি আরও লেখেন, ‘অবসর? সেদিনই নেব যেদিন সত্যিই অবসর প্রয়োজন হয়ে পড়বে। সময় আসলে আমি নিজেই জানিয়ে দেব অবসরের সিদ্ধান্ত। আপাতত নিশ্চিন্তে থাকুন।’