শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) জশনে জুলুছের প্রস্তুতি সভা

এম এ জলিল লাকসাম

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

আগামি ১২ ইং- রবিউল আউয়াল  পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) ও জশনে জুলুছ মিছিলের প্রস্তুতি সভা ৯ সেপ্টেম্বর সোমবার লাকসাম পৌর শহরের পেয়ারাপুরে অনুষ্ঠিত হয়েছে । 


প্রস্তুতি  সভায় বক্তব্য রাখেন, মুফতি মাওলানা এম, এ তাহের, আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার সিদ্দিক, মাওলানা সাইফুল ইসলাম আল- কাদেরী, মাওলানা আবদুল করিম, মাওলানা রবিউল হোসাইন হেলালী, মাওলানা এমদাদুল হক জেহাদী, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা জাফর আহমেদ, মাওলানা আলাউদ্দিন আবেদী, মাওলানা সাইফুল ইসলাম আনছারী, মাওলানা মিজানুর রহমান আবেদী, মাওলানা জাকির হোসেন আল- কাদেরী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কুতুবউদ্দিন মুরছালিন, সাবেক ছাত্রনেতা ডা. এইছ,এম, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

প্রস্তুতি সভায়  আগামি ১৬ সেপ্টেম্বর -২০২৪  বাদে যোহর লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহ:) মাজার কমপ্লেক্স  থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ)  জশনে জুলুছ মিছিল  উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় আহলে সুন্নাত ওয়াল জামাতের