বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ডিএমপির নিরস্ত্র ১০ পুলিশ পরিদর্শককে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পরিদর্শক পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

এর মধ্যে মো. আবু সাইদ মিয়াকে উত্তরা-পূর্ব থানায়, মো. ফারুক আহম্মেদকে ডিবি-মতিঝিল বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশ,  কাজী জিল্লুর রহমান মোস্তফাকে মতিঝিল থানায়, মো. রাজীব হোসেনকে বংশাল থানায়, মো. ইসমাইল হোসেন খানকে সবুজবাগ থানায়,  মোহাম্মদ মাজহারুল ইসলামকে পল্লবী থানায়,  মোহাম্মদ ইয়াসিন শিকদারকে দারুসসালাম থানায়, মো. আসাদুজ্জামানকে শাহবাগ থানায়, মোহাম্মদ সেন্টু মিয়াকে পল্টন মডেল থানায় ও এম এম হাসানকে খিলগাঁও থানায় বদলি করা হয়েছে।