শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৪১ এএম, ৪ আগস্ট ২০২৪ রোববার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।
এসময় দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনে আসা সাধারণ ছাত্র-জনতাকে ধাওয়া দিতে দেখা যায়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
এসময় তাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। এসময় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ জনতা।