বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার (২৯ জুলাই) কমিশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএসসি সূত্র জানায়, প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি ও আরও কিছু কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য,  আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা হয়। পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।