ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৭ জুলাই ২০২৪ বুধবার

কোটা সংস্কার ও সারাদেশে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
এতে মহাসড়কের দুইপাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা জানায়, চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। আর এ আন্দোলনে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তারা।