লাকসামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার

"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টি গুনে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার লাকসামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোস্তফা হলে অনুষ্ঠিত পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রসাদ কুমার ভাউয়াল, লাকসাম পৌরসভার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল ইমরান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিকেল অফিসার ডা. নাইমা আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আক্তার, লাকসাম এপি ওয়াল্ড ভিশনের পুষ্টি প্রতিনিধি সেলিথা রেজা ক্লথা, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম প্রেসক্লাব সহ-সভাপতি মুজিবুর রহমান দুলাল প্রমুখ।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং লাকসাম এপি ওয়াল্ড ভিশনের সহযোগিতায় ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল আলমের পরিচালনায় ওয়াল্ড ভিশন, জনপ্রতিনিধি, সমাজ সেবক, এনজিও প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।