বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেলোয়ার হোসেনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় দেলোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছেন ঢাকাস্ত বসবাসরত ইউনিয়ন সোসাইটি। 

সোমবার (২৬ ফেব্রয়ারী) উত্তরা লাভলী কনভেনশন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন বাতিসা ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ঢাকার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি সাহাবুদ্দিন। 

এসময় প্রধান অতিথির বক্তব্য চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ ভিপি সাহাবুদ্দিন বলেন, চৌদ্দগ্রামের উন্নয়নে শিক্ষিত হওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে। দেলোয়ার হোসেন শুধু বাতিসা নয় সমগ্র চৌদ্দগ্রামের প্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছেন। আমরা তার উজ্জল ভবিৎষ্য কামনা করি। 

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আইয়ুব আলী ফরাজী বলেন, ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে আরও সম্পৃক্ত হতে হবে। তাহলে আমরা দ্রত সময়ে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারবো। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাতীয় শ্রমিক নেতা মুজিবুর রহমান ভূইয়া, মার্ভেলাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইউসুফ, ডেনিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন,  বিশিষ্ট ব্যবসায়ী কাজী নূরুল কবির মামুন, রিলাইন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম মজুমদার, কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, মাওলানা আবুল বাসার মজুমদার, সাপ্তাহিক চৌদ্দগ্রাম এর সম্পাদক সিরাজুল ইসলাম ফরাজী, ব্যবসায়ী ইসমাইল হোসেন চৌধুরী, সাংবাদিক জিভিসি নিউজের সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।