প্রেম করার সময় নেই: ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪ রোববার

ছবি: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
ঢালিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এক নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন তার। যে সম্পর্কের পরিণয় না ঘটলেও আলোচনা ছিল তুঙ্গে। বর্তমানে কারো সঙ্গে প্রেম করছেন না তিনি। প্রেম করার মত কোনো সময়ও নেই বললেন ভাবনা।
সম্প্রতি গনমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ভাবনা। বলেন, প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।
বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই।
অভিনয়ের পাশাপাশি ভাবনা লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত। সমসাময়িক অনেক তারকা বিয়ে করে সংসার শুরু করলেও এখনো সিঙ্গেল তিনি।