বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার
এইচএসসি পরীক্ষা চলছে। এরপর শুরু হবে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে টিকে থাকার লড়াই। হয়তো ভাবছেন এখনো অনেক সময় বাকি– তাহলে ভুল করবেন। ভর্তি পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে এখন থেকেই নিতে হবে জোর প্রস্তুতি। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এ ধারাবাহিক আয়োজন। আশাকরি উপকৃত হবেন।
ঘ ইউনিট – বাংলা
০১। `বাংলাদেশ জন্ম না নিলে’ কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস
গ. নাটক ঘ. প্রবন্ধ
০২। চোখ তার কাটাসুপারির রং; পা সবুজ, নখ তীব্র লাল- কার ?
ক. হরিণের খ. বাঘের
গ. পাখির ঘ. মুরগির
০৩। প্রাণীগুলোর মধ্যে স্বকীয়তা লোপ পেয়ে যাচ্ছে – উক্তিটি কার?
ক. প্রথম প্রাণীর খ. দ্বিতীয় প্রাণীর
গ. কথকের ঘ. প্রথম কিউরেটর
০৪ । সে গ্যাঙের একজন সক্রিয় সদস্য– সে কে?
ক. আকবর সাজিদ খ. নূরুল হুদা
গ. আব্দুস সাত্তার মৃধা ঘ. মিন্টু
০৫। শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে-
ক. ত বর্গের খ. ক বর্গের
গ. প বর্গের ঘ. চ বর্গের
০৬। কে পাকিস্তানের জন্য দিনরাত দোয়া – দরুদ পড়তো?
ক. মেজর খ. প্রিন্সিপাল
গ. আকবর সাদিক ঘ. কর্ণেল
০৭। বঙ্গবন্ধু কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
ক. ২৬মার্চ প্রথম প্রহরে খ. ২৭ মার্চ
গ. ৭ইমার্চ ঘ. ২৫শে মার্চ
০৮। মানিক বন্দোপাধ্যায়ের গ্রামের নাম কি?
ক. দুমকা খ. মুরারিপুর
গ. বিক্রমপুর ঘ. ডাউকি
০৯। হেলাল শব্দের অর্থ কি?
ক. তারা খ. সূর্য
গ. আকাশ ঘ. চাঁদ
১০. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক. পাঁচবার খ. ছয়বার
গ. সাতবার ঘ. আটবার
১১। আনিসুজ্জামান উচ্চতর শিক্ষা লাভ করেছেন কোথায়?
ক. রবীন্দ্র বিশ্বভারতী খ. ক্যামব্রিজ
গ. টোকিও ঘ. শিকাগো ও লন্ডন
১২. Marsh – এর সঠিক পরিভাষক শব্দ কোনটি?
ক. ঝিনুক খ. খসড়া
গ. সমুদ্র ঘ. বিল
১৩। চুলা কোন ভাষার শব্দ
ক. মুন্ডারী খ. তামিল
গ. ফারসি ঘ. ফরাসি
১৪। রায় কোন শব্দ ?
ক. ফারসি খ. ফরাসি
গ. আরবি ঘ. পর্তুগিজ
১৫। ব্যঞ্জনবর্ণের অর্ধমাত্রা শব্দ কোনটি?
ক. ৮টি খ. ৯টি
গ. ৭টি ঘ. ৫টি
১৬। প্র-এর পরে অ অথবা আ থাকলে অ এর উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত খ. বিবৃত
গ. আবৃত ঘ. বিকৃত
১৭। মিত্র-মিত্তর কিসের উদাহরণ?
ক. অন্ত্যস্বরাগম খ. আদি স্বরাগম
গ. মধ্য স্বরাগম ঘ. স্বরাগম
১৮. স্বরাগমের ইংরেজি নাম কি?
ক. Anaplyxis খ. Prothesis
গ. Apothesis ঘ. Apology
১৯। ‘হ’ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকলে এ-এর উচ্চারণ কেমন হয় ?
ক. সংবৃত খ. বিবৃত
গ. আবৃত ঘ. বিকৃত
২০। শকট শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. মস্তকাবরণ খ. শালগাছ
গ. ঝিনুক ঘ. শামুক
