বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

মান্দায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার

নওগাঁর মান্দায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গরীব,অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মান্দা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। 

শরিফুল ইসলাম ৮ নং কুসুম্বা ইউপি'র বড়পই গ্রামের মৃত আব্দুল কাদের মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদের কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে অত্র মসজিদের উন্নয়নকল্পে কাজ করে যাচ্ছেন । তিনি চেম্বার অব কমার্সের একজন সদস্য বলে জানা গেছে। নিজস্ব অর্থায়নে স্থানীয় এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিভিন্নপদে দায়িত্বপালন করে উন্নয়নকল্পে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি । 

এব্যাপারে শরিফুল ইসলাম বলেন, এ ইউনিয়নের গরিব, অসহায় ও দুস্থ পরিবারের শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।