কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ড.নিজামুল করিম
জাকির মামুন
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন প্রফেসর ড. নিজামুল করিম। তিনি প্রফেসর মোঃ জামেল নাছেরের স্থলাভিষিক্ত হন।
গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কলেজ-২ পর্যায়ের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা প্রকাশিত হয়। তিনি জাতীয় শিক্ষা একাডেমি(নায়েম), ঢাকা(প্রেষণে) এর মহাপরিচালক হিসেবে কর্মরত । এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি'র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ও দায়িত্ব পালন করেন। কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক, ও TQI প্রজেক্টের ডিপিডি হিসেবেও দায়িত্ব পালন করেন এই প্রখ্যাত ব্যক্তি ।
১৪শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক। উনার সহধর্মিণী শিক্ষা ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা ও অর্থনীতি বিষয়ের প্রফেসর হিসেবে কর্মরত আছেন।