রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. আল মামুন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক সাইফুল ইসলাম বলেন, আমার দুলাভাই উত্তরা নির্বাচন অফিস থেকে বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুলাভাই মোহাম্মদপুরের তাজমহল রোডের ৭/১২ নম্বর বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আমলী গ্রামে। তিনি ওই এলাকার মো. শামসুল হকের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।