চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজে বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রোববার
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বালুগ্রাম আদর্শ কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ন.স.ম. মাহবুবুর রহমান মিন্টু, সদ্য যোগদানকারী উপাধ্যক্ষ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ গোলাম ফারুক মিথুন। আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম, সহকারী অধ্যাপক তাহেরা বেগম। আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানান। এরপর কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে।
শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।
