ধামরাইয়ে গলায় গামছা পেচানো যুবকের মরদেহ উদ্ধার
অপু চক্রবর্তী ধামরাই প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
ঢাকার ধামরাইয়ে সায়েদুর রহমান (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা বাজারের কৃষ্টখালী এলাকায় জঙ্গলের ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হয়।
নিহত সায়েদুর রহমান (৩৮) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্ডপ (দেউলী লক্ষীদিয়া) এলাকার খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাযায়, স্থানীরা রাস্তার পাশে জঙ্গলের ভিতরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহটির গলায় গামছা পেচানো ও নাভির ডান পাশে হালকা ক্ষতের চিহৃ রয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি হারুন অর-রশিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির গলায় গামছা পেচানো ও নাভির ডান পাশে হালকা ক্ষতের চিহৃ রয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । মৃতব্যক্তির পরিবারকে খবর দেয়া হয়েছে।এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
