শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

মাদ্রাসা বোর্ডে বেড়েছে পাসের হার

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

এ বছর মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার ফলাফলে গতবারের চেয়ে পাসের হার বেড়েছে ১২.১৪ শতাংশ।
আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা যায়, মাদ্রাসা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬  হাজার ৭৮০ জন, যা গত বছর ছিল ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন । অর্থাৎ পরীক্ষার্থী বেড়েছিল ১৯ হাজার ৮৬৩ জন।

প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, এবছর পাস করেছে ২ লাখ ৫৪ হাজার ৭১০ জন, গত বছর ছিল ২ লাখ ৩ হাজার ৩৮২ জন। অর্থাৎ পাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩২৮ জন।

আর পাসের শতকারা হার দেখা গেছে- ৮৩.০৩ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী পাস করেছে। যা গতবছর ছিল ৭০.৮৯ শতাংশ। অর্থাৎ এবছর পাসের হার বেড়েছে ১২.১৪ শতাংশ।

আর এবছর মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৮৭ জন, শতকরা হার ২.০৫ শতাংশ। যা গত বছর ছিল ৩ হাজার ৩৭১ জন, শতকরা হার ছিল ১.১৭ শতাংশ।