বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

রমজানে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

পবিত্র রমজান মাসে ব্যাংকসমূহে লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট হতে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানীর অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
 
এতে বলা হয়, রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) অফিস চলবে।

এছাড়া রোববার হতে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসে সকাল ৯টা ৩০ মিনিট হতে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। যোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।