সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

জয়পুরহাটে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মতলুব হোসেন, জয়পুরহাট ঃ

প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৩ নভেম্বর ২০২৩ সোমবার

জয়পুরহাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । 


জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো সদর উপজেলার ছাওয়ালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে জনি হোসেন (৩৫), নওগাঁর বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ছামিউল ইসলাম (২৭) । ওসি হুমায়ূন কবির জানান, নিহত মোটরসাইকেল চালক জনি হোসেন দুর্গাদহ বাজারে মোটরসাইকেল মেরামত ওয়ার্কশপের কাজ করতেন ভাদসা এলাকা থেকে তিনি ওয়ার্কশপের দোকানে ফিরছিলেন। আর ছামিউল মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।পথে দুটি টরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুত্বর আহত হন জনি ও ছামিউল। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

আহত ছামিউলের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছামিউল মারা যান।