এগিয়ে মেয়েরা
প্রকাশিত : ০১:১১ পিএম, ৬ মে ২০১৯ সোমবার
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের দিক দিয়ে টানা চতুর্থবারের মতো এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। মেয়েদের পাসের হার বেশি ২ দশমিক ১৫ শতাংশ। গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।
এর আগে ২০১৮ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭৬ দশমিক ৭১ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ছিল ২ দশমিক ১৪ শতাংশ বেশি।
২০১৭ সালে ছেলেদের পাসের হার ছিল ৭৯ দশমিক ৯৩ শতাংশ এবং মেয়েদের ছিল ৮০ দশমিক ৭৮ শতাংশ।
এ ছাড়া ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৮৮ দশমিক ২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮ দশমিক ৩৯ শতাংশ।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন, যা গত বছর ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। বেড়েছে- এক লাখ এক হাজার ২৪১ জন। এবার ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন শিক্ষার্থী পাস করেছে।
উল্লেখ্য, এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা-২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ।
কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।
